নিজস্ব প্র্রতিবেদক, ধূমকেতু ডটকম : বিশ্বের দশটি দেশের কেউ এখন পর্যন্ত করোনায় মারা যায়নি। ওই সব দেশে সীমিত সংখ্যক করোনা রোগী শনাক্ত হলেও ৮ জুলাই বিকাল সাড়ে চারটা পর্যন্ত মৃত্যুর ঘটনা নেই। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
করোনা ভাইরাসের থাবা থেকে সুরক্ষিত দেশগুলোর মধ্যে রয়েছে নিউ ক্যালিডোনিয়া, এ্যানগিলা, গ্রিনল্যান্ড, ফকল্যান্ড, ভ্যাটিকান সিটি, সলোমন দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, সামোয়া দীপপুঞ্জ, সেন্ট হেলেনা এবং মাইক্রোনেশিয়া।
ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, নিউ ক্যালিডোনিয়া হলো ওশেনিয়া অঞ্চলে অবস্থিত ফ্রান্স নিয়ন্ত্রিত একটি রাষ্ট্র। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পশ্চিম অংশের মেলানিশিয়া অংশরের উপঅঞ্চলে এর অবস্থান। এটি বেশ কিছু ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত। ৮ জুলাই পর্যন্ত শনাক্ত হয়েছে ১২৯ জন।
ক্যারিবিয়ান অঞ্চলের একটি দেশ এ্যানগিলা। ১১১ জন শনাক্ত হয়েছে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। ৬৩ জন আক্রান্ত।ভ্যাটিকান সিটি ইতালির রোম শহরের ভিতরে অবস্থিত স্বাধীন রাষ্ট্র। পোপ এখানকার রাষ্ট্রনেতা। ২৭ আক্রান্ত হয়েছে ।
গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। ৫১ জন শনাক্ত হয়েছে।
সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। ২০ জন শনাক্ত হয়েছে ।
প্রজাতন্ত্রী মার্শাল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। ৪ জন শনাক্ত হয়েছে।
স্বাধীন সামোয়া রাষ্ট্র বা সংক্ষেপে সামোয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে দুটো বড় দ্বীপ উপলু ও সেভাই এবং আটটি ছোট ছোট দ্বীপ দ্বারা গঠিত স্বাধীন রাষ্ট্র যা হাওয়াই দ্বীপপুঞ্জ, যা নিউজিল্যান্ডের মাঝামাঝি অবস্থিত। এখানে ৩ জন আক্রান্ত হয়েছে।
সেন্ট হেলেনা দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একটি আগ্নেয়গিরি দ্বীপ। এখানে ২ জন শনাক্ত হয়েছে। মাইক্রোনেশিয়া প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চল। এর পশ্চিমে ফিলিপাইন, দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়া, দক্ষিণে পাপুয়া নিউগিনি ও মেলানেশিয়া, এবং দক্ষিণ-পূর্বে পলিনেশিয়া অবস্থিত। ৮ জুলাই পর্যন্ত মাত্র ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।