বিনোদন

যে প্রশ্নের উত্তরে হারনাজ সান্ধু জিতলেন ‘মিস ইউনিভার্স’ খেতাব

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ভারতের হয়ে ২১ বছর পর মিস ইউনিভার্সের মুকুট জয় করেছেন হারনাজ সান্ধু। বিজয়ী হওয়ার পর থেকে সবার কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন হারনাজ। ভারতের সাবেক দুই মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও লারা দত্তও অভিনন্দন জানিয়েছেন ২১ বছর বয়সী মডেল ও অভিনেত্রীকে। তবে মিস ইউনিভার্সের মঞ্চে সেরার মুকুট পরলেও এখনো তা বিশ্বাসই হচ্ছে না হারনাজের। তিনি জানিয়েছেন, ‘যখন মিস ইন্ডিয়াকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তখন আমি কেঁদেছি। সবকিছু অবিশ্বাস্য লাগছে। আমরা ২১ বছর অপেক্ষা করেছি। আমরা বিজয়ী হয়েছি সেটা বিশ্বাসই হচ্ছিল না। এখনো সবকিছু অবিশ্বাস্য লাগছে।’

এবার মিস ইউনিভার্সের আসর বসেছিল ইসরায়েলে। চূড়ান্ত পর্বে হারনাজকে প্রশ্ন করা হয় নারীদের তিনি কী পরামর্শ দিতে চান। উত্তরে হারনাজ বলেন, ‌‘বর্তমান সময়ে নারীরা নিজেদের উপর বিশ্বাস রাখতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। আপনি সবার চেয়ে আলাদা— এই বিশ্বাসই আপনাকে সুন্দর করে তোলে। অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। পৃথিবীতে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। সামনে আসুন, নিজের কথা বলুন, আপনার জীবনের নেতৃত্বে আপনিই। আপনার অভিমতও আপনারই। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। তাই আজ আমি এখানে দাঁড়িয়ে।’

আরো পড়ুন:

প্রাক্তনরা যে উপহার দিয়ে চমকে দিলেন ক্যাটরিনাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *