ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: গোটা পৃথিবীটাই যেন রহস্যে ভরা। আর এই রহস্যময় পৃথিবীতে থাকা মানুষজনও যেন আরও রহস্যময়। বিভিন্ন দেশে আছে ভিন্ন ভিন্ন নিয়ম। আবার নিয়ম ভাঙ্গার জন্য আছে নানান রকমের অদ্ভুত শাস্তি।
প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ সামোয়া। অপূর্ব সুন্দর এই দেশে রয়েছে কঠোর এই নিয়ম। স্ত্রীর জন্মদিন ভুলে গেলে এই দেশে স্বামীদের কপাল পোড়ে। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত দণ্ডনীয়।
সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুললে হতে পারে জেল। সামোয়ার আইন অনুযায়ী, কোনও স্বামী তার স্ত্রীর জন্মদিন ভুল গেলে তা অপরাধ। স্ত্রী যদি থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন, তা হলে স্বামীর শাস্তি অবধারিত। শাস্তি দিয়ে আসলে তাকে সংশোধন করারই চেষ্টা করা হয়। যাতে আগামী দিনে তিনি আর ওই ভুল না করেন। কিন্তু স্বামীর ভাগ্য খারাপ হলে এবং পরের বছরও একই ধরনের ভুলের জন্য জেল-জরিমানা হতে পারে।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ইসরায়েলের তেল আবিব