চোখে নিয়মিত কাজল পরতে চাইলেও ছড়িয়ে যাওয়ার চিন্তায় অনেকেই এড়িয়ে যান। ওয়াটার প্রুফ, স্মাজ প্রুফ কাজল পরার কিছুক্ষণ পরও দেখা যায় কাজল চোখের চারপাশে ছড়িয়ে বাজে হয়ে যায়। আসলে কাজল জিনিসটিই এমন, যা দুই থেকে তিন ঘণ্টায় একটু হলেও ছড়ায়। তবে চোখে কাজল না ছড়িয়ে দীর্ঘ সময় রাখার জন্য কিছু টিপস রয়েছে। যেগুলো মেনে চোখে কাজল পরলে তা একবারেই ছড়াবে না।

জেনে নিন টিপসগুলো-

  • সবসময় চেস্টা করবেন পরিষ্কার ত্বকে কাজল ব্যবহার করতে।
  • তৈলাক্ত ত্বকে কাজল অন্য ত্বকের তুলনায় বেশি ছড়ায়। তাই তৈলাক্ত ত্বকে কাজল ব্যবহারের পর তার ওপর হালকা ফাউন্ডেশন বা পাউডার লাগিয়ে নিন।
  • সুযোগ হলে কাজল ব্যবহারের আগে ত্বকে অল্প আইশ্যাডো লাগিয়ে নিন।
  • কাজল লাগানোর আগে হোয়াইট লাইনার দিয়ে লাইন টেনে নিলে কাজল ছড়াবে না।
  • কাজল ব্যবহারের সময় হালকা করে রেখা টানবেন। কারণ গাঢ় রেখা টানলে তা অনেক সময় তারাতারি ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *