বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। মাঝেমধ্যেই তিনি নানান কার্যক্রমের জন্য ব্যাপক সমালোচনার শিকার হন। গেল বছর পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ। কিন্তু পরে জামিনে মুক্তি পান তিনি। তারপর থেকেই মুখোশ ছাড়া বাইরে বের হন না রাজ। যেখানেই যাননা কেন, সব জায়গায়ই বিভিন্ন ধরনের মুখোশ পরিহিত অবস্থায় দেখা যায় তাকে।
এমন অদ্ভুত আচরণ কেন করছেন তিনি? এতদিন তার কোনো উত্তর পাওয়া না গেলেও, অবশেষে মুখ খুলেছেন রাজ কুন্দ্রা। তিনি বলেন, মিডিয়ার ক্যামেরা এড়িয়ে যাওয়ার জন্যই মুখোশ পরি। মিডিয়া ট্রায়ালের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। আর এতে আমি খুবই আহত হয়েছি। যদিও সংবাদমাধ্যম আইনের ঊর্ধ্বে নয়।
২০২১ সালের ১৯ জুলাই শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে আটক করেন মুম্বাই পুলিশ। পর্ন ভিডিও তৈরি করে বিভিন্ন অ্যাপে প্রচার করার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ভারতীয় দণ্ডবিধি ও তথ্য প্রযুক্তি আইনের ৩৪, ২৯২ ও ২৯৩ (অশ্লীল ছবি ও অশালীন বিজ্ঞাপন তৈরি এবং তা প্রচার), ৪২০ (প্রতারণা) ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
উল্লেখ্য, গত বছর ১৫ সেপ্টেম্বর মুম্বাই পুলিশ ম্যাজিস্ট্রেট কোর্টে ১৫০০ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেন রাজের বিরুদ্ধে। তবে একই বছরের ১৮ সেপ্টেম্বর জামিনে বের হয়ে আসেন তিনি।তার আইনজীবী দাবি করেন, তাকে ফাঁসানো হচ্ছে। তার বিরুদ্ধে পুলিশের কাছে কোনো প্রমাণই নেই।