আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৪৩ কোটি টিকাদান, পূর্ণ ডোজ পেয়েছেন ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত ৪৩ কোটি ২১ লাখ ১১ হাজার ৮৬০ কোটি ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, এরই মধ্যে দেশটির ৭০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ কোভিড টিকা পেয়েছেন। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
সিডিসি জানায়, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের টিকাদান কেন্দ্রগুলোতে ৫৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৬৯৫ ডোজ টিকা পাঠানো হয়েছে। তার মধ্যে গত সোমবার (৭ নভেম্বর) পর্যন্ত ৪৩ কোটির বেশি ডোজ টিকা দেওয়া হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩২ কোটি ৯৫ লাখ। এরই মধ্যে ২২ কোটি ৩৯ লাখ ৪৪ হাজার ৩৬৯ জন এক ডোজ টিকা নিয়েছেন, আর ১৯ কোটি ৪০ লাখ এক হাজার ১০৮ জন পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছেন বলেও জানায় সিডিসি।
সিডিসির হিসাবের আওতায় মডার্না ও ফাইজার-বায়োএনটেকের দুই ডোজের এবং জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা রয়েছে।

এ পর্যন্ত মডার্না, ফাইজার-বায়োএনটেক বা জনসনের মিলিয়ে দুই কোটি ৪৮ লাখ মার্কিনি বুস্টার ডোজ নিয়েছেন। গত ২০ অক্টোবর করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *