বিনোদনশোবিজ

যুক্তরাষ্ট্রে সর্বাধিক হলে মুক্তি পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন প্রতিবেদক, ধূমকেতু বাংলা: প্রথমবারের মতো বাংলাদেশি কোনো চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের সর্বাধিক সিনেমাহলে মুক্তি পাচ্ছে। কপ ক্রিয়েশনের ব্যানারে ঢাকা ডিটেকটিভ ক্লাব ও মাইম মাল্টিমিডিয়ার সহযোগী প্রযোজনায় মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশি পরিচালক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত বাংলাদেশি চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’। যা এবার দেশের গণ্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সিনেমাহল দখল করতে যাচ্ছে।

চলতি বছরের ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক ডিস্ট্রিবিউশন কোম্পানি বায়োস্কোপ ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশনের সহযোগিতায় সিনেমাটি চলবে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহগুলোতে। শুধু নিউইয়র্কেই ১৬টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি।

বাংলাদেশের অন্যতম ব্যাবসাসফল ছবি ঢাকা অ্যাটাক (২০১৭)-এর সাফল্যের পর ২০১৮ সালের ডিসেম্বরে মিশন এক্সট্রিম তৈরির ঘোষণা করেন নির্মাতা সানি সানোয়ার। ছবিটি প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বিপণন প্রধান বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ।

ছবিটির মাধ্যমে করোনা-উত্তর বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে বিশ্বে একটা ইতিবাচক সাড়া ফেলতে চাই। সেভাবেই আমরা প্রায় গত ১ সপ্তাহ ধরে বিভিন্নস্থানে ক্যাম্পেইন করেছি। আশা করছি দর্শকরাও এর একটি ভালো রেসপন্স দেবেন।’ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন হালের হার্টথ্রুব আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া আন্দালিব নাবিলা, তাসকিন রহমান, মিশা সওদাগর, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবুসহ অনেকে।

আরো পড়ুন:

বিয়ের অতিথিদের তালিকা প্রকাশ করলেন ক্যাটরিনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *