ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: যুক্তরাষ্ট্রের পাসপোর্টের লিঙ্গ উল্লেখের জায়গায় ‘পুরুষ’ বা ‘নারী’-এর বদলে লেখা রয়েছে ‘এক্স’। বুধবার আমেরিকার এক এক ইন্টারসেক্স কর্মী ডানা জাজিম প্রথম এই রকম একটি পাসপোর্ট পেলেন। রূপান্তরকামী এবং উভকামীদের সমান অধিকার প্রদানের জন্য ‘এক্স’-এর উল্লেখ রাখা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা।
যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে কনস্যুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোডের তরফে এই নতুন নিয়ম চালু করা হয়েছে যাতে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেশের প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা এবং সমান মর্যাদা দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে পুরুষ বা নারীর বদলে এক্স লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে অক্টোবর মাস থেকে রূপান্তরকামী এবং উভকামী যারা নতুন পাসপোর্ট পাবেন, তাদের প্রত্যেকের লিঙ্গ নির্দেশকের জায়গায় লেখা থাকবে ‘এক্স’।
২০২২ সাল থেকে পাসপোর্টের জন্য যারা পরে আবেদন করবেন, ফর্ম ফিলআপের সময় তাদেরকে এই অপশনটি দেওয়া হবে। ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে দেশের নাগরিকদের কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।
আরো পড়ুন:
পাকিস্তানে আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ করল তালেবান