যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আইডা। ঘণ্টায় ১৫০ মাইল বেগে এটি উপকূলে আছড়ে পড়েছে।
ঘূর্ণিঝড় আইডার কারণে তিন লাখের বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়ি ছেড়েছে কয়েক হাজার মানুষ।
লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ড জানান, ১৮৫০ সালের পর উপকূলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ধরা হচ্ছে আইডাকে।
তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছেন। ঝড়ের সময় ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দেন। গভর্নর জানান, আবহাওয়া খুবই খারাপ থাকবে।
ঘূর্ণিঝড় আইডা নিয়ে ওই অঞ্চলের মানুষ আতংকে রয়েছে। কারণ ঠিক ১৬ বছর আগে ২০০৫ সালে এই দিনে লুইজিয়ানাসহ আশপাশের এলাকায় আঘাত করেছিল ক্যাটরিনা। যা ছিল ঐতিহাসিকভাবে বিধ্বংসী এক ঘূর্ণিঝড়। এতে মারা গিয়েছিল এক হাজার ৮০০ মানুষ।
প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। তিনি ওই অঞ্চলের লোকজনকে সাহায্য করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন। সূত্র: বিবিসি, সিএনএন
/জেড এইচ