আন্তর্জাতিকসর্বশেষ

যুক্তরাষ্ট্রের এক নারী পাঁচদিনে দুবার গর্ভবতী

যুক্তরাষ্ট্রের এক নারী পাঁচদিনে দুবার গর্ভবতী

সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নারী পাঁচদিনে দুবার গর্ভবতী হয়েছে বলে জানা গিয়েছে যা অসম্ভব হলেও সত্য।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী ওডালিস এবং তার সঙ্গী আন্তোনিও খুব খুশি হয়েছিলেন, যখন তারা জানতে পারলেন যে ওডালিস গর্ভবতী এবং প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন। ওডালিসের ২০২০ সালে একবার গর্ভপাত হয়েছিল, কিন্তু যখন ওই বছরের নভেম্বরে এ খবরটি পাওয়া যায়, তখন দম্পতির সুখের সীমা ছিল না।

কিন্তু যখন ২৫ বছর বয়সী ওডালিস তার প্রথম স্ক্যান করিয়েছিলেন, তখন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি একটি নয়, দুটি সন্তানের মা হতে চলেছেন, তবে অলৌকিক ঘটনাটি ঘটেছিল যে এই দুটি শিশু একসঙ্গে গর্ভধারণ করেনি। বরং উভয়ই একই সপ্তাহে বিভিন্ন সময়ে গর্ভে এসেছিল। এটি খুব বিরল এবং অদ্ভুত ঘটনা যা, শুধু ০.৩ শতাংশ নারীদের মধ্যে ঘটতে পারে। যদিও অনেক চিকিৎসক বলেছেন, যে মানুষের মধ্যে এটি হওয়া অসম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *