য়্যুভেন্তাস তুরিনের মাস্ক ম্যান দিবালার কান্নার বিদায়
য়্যুভেন্তাসের অ্যালিয়াঞ্জ এরেনায় গত সাত বছরে একটা দৃশ্য নিয়মিত দেখে এসেছে দর্শকরা আর য়্যুভেন্তাস তুরিনের মাস্ক ম্যান দিবালার কান্নার বিদায়। তুরিনের ওল্ড লেডিদের এক তারকা গোল করে হাত মুখের সামনে এনে অদৃশ্য এক মাস্ক একে ঢেকে ফেলছেন মুখ। পরিচিত দৃশ্যটি আর দেখা যাবে না। মৌসুম শেষে য়্যুভেন্তাস ছেড়ে অন্য কোথাও ভিড়ছেন তুরিনের মাস্কম্যান।
পাওলো দিবালা, য়্যুভেন্তাসের হয়ে গত সাত বছরে কম আলো ছড়াননি এই আর্জেন্টাইন। মাঝখানে দু‘বছর ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়ায় ঢাকা পড়ে থাকলেও বিগত সময়ে তিনিই ছিলেন দলটির মেইনম্যান। কিন্তু এবার সময় হয়েছে নতুন ঠিকানা খুঁজে নেওয়ার। তাই জর্জিও কিয়েলিনির মতো দল দিবালাও ছাড়ছেন ক্লাব। য়্যুভেন্তাসের সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক শেষ করে দিলেন পাওলো দিবালা। গতরাতে লাৎসিওর বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকছে সাদা কালোদের হয়ে তার শেষ ম্যাচ। এই আর্জেন্টাইন টুইটারে জানিয়ে দেন বিষয়টি।
২০১৫ সালে পালের্মো থেকে জুভেন্টাসে নাম লিখিয়েছিলেন দিবালা। সাত মৌসুমে দলটির হয়ে অনেক সাফল্য পেয়েছেন। ‘তুরিনের বুড়িদের’ হয়ে এই সময়ের মধ্যে তিনি ১১৫ গোল করেছেন, অ্যাসিস্ট ৪৮টি। ক্লাবটির হয়ে পাঁচবার সিরি’আ, চারবার কোপা ইতালিয়া এবং তিনবার ইতালিয়ান সুপারকাপ জিতেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
গতরাতে লাৎসিওর বিপক্ষে শেষবারের মতো খেলতে নেমে আবেগাপ্লুত হয়ে পড়েন দিবালা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত খেলা দিবালা মাঠ ছেড়েছেন অশ্রুসিক্ত চোখে। এ সময়ে সতীর্থরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু কিছুতেই বাধ মানছিল না ‘লা জয়া’র আবেগ।
এদিকে বিয়াঙ্কোনেরিদের বিদায় বলে দেওয়া কিংবদন্তি ডিফেন্ডার জর্জিও কিয়েলিনিও গতকাল নেমেছিলেন মাঠে। য়্যুভেন্তাসে ক্যারিয়ারের ১৭ বছর কাটানো ইতালিয়ান কিংবদন্তি এদিন মাঠে থাকলেন ১৭ মিনিট। তার পরবর্তি গন্তব্য হতে পারে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি। তবে দিবালা হয়তো থেকে যাবেন সিরি ‘আ’তেই। সামনের মৌসুমে তাকে দেখা যেতে পারে ইন্টার মিলানের জার্সিতে।
তবে তুরিনের ওল্ড লেডিদের হয়ে এদিন জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি দিবালা। দুসান ভ্লাহভিচ ও মোরাটার গোলে লাৎসিওর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে য়্যুভেন্তাস।