বিনোদন

যশের সঙ্গে মিল রেখে ছেলের নাম রাখলেন নুসরাত!

অনেক জল্পনা-কল্পনা, বিতর্ক, সমালোচনার পর অবশেষে মা হয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে তার কোল আলো করে আসে একটি পুত্র সন্তান। খবরটি ইতোমধ্যে সবাই জেনে গেছেন।
এদিকে নুসরাতের এই সন্তানের নাম রাখা হয়েছে তার প্রেমিক যশ দাশগুপ্তের নামের সঙ্গে মিল রেখে। এমনটাই জানা গেল পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে। যশের ইংরেজি বানান হলো Yash, এই নামের প্রথম অক্ষরটি নিয়ে নুসরাত তার ছেলের নাম রেখেছেন ঈশান; যেটার ইংরেজি রূপ Yishaan.
যদিও নুসরাত কিংবা যশ কেউই এখনো সন্তানের নাম প্রকাশ করেননি। তবে বিভিন্ন সূত্র মতে, প্রেমিকের নামের অদ্যাক্ষরই থাকছে নুসরাত পুত্রের নামে।
নুসরাত ও যশ প্রেম করছেন প্রায় দেড় বছর ধরে। একসঙ্গে বসবাসও করেন তারা। নুসরাত অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে সার্বক্ষণিক দেখাশোনা করেছেন যশ। এমনকি সন্তান জন্মদানের সময়ও পাশে ছিলেন এই অভিনেতা। তাই কারো বুঝতে বাকি নেই, এই সন্তানের পিতা যশই।
উল্লেখ্য, ভালোবেসে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। ২০১৯ সালে বিয়ের পর মাত্র এক বছর টিকেছিল সংসারটি। এরপর নুসরাত জানান, তারা আসলে আইন অনুযায়ী বিয়েই করেননি। কেবল ধর্মীয় রীতি মেনে সহবাস করেছেন। অবশ্য তাদের বিচ্ছেদ নিয়ে একটি মামলা চলমান রয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মামলার শুনানি হতে পারে।

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *