প্রচ্ছদ

ময়মনসিংহ সিটি করপোরেশনে নির্মাণ হচ্ছে পাঁচ সড়ক

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নতুন ওয়ার্ড ২৬। অবহেলিত এই জনপদে এবার সাড়ে ৯ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে পাঁচটি সড়ক।

শনিবার সকালে নগরীর শিকারীকান্দায় এসব সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।

মসিক বলছে, সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কসমুহ নির্মাণ করা হচ্ছে। সড়কের কাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত সূচনা হবে ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডে।

উদ্বোধনকৃত সড়কগুলো হলো- নগরীর শিকারীকান্দা রেনু মহাজন বাড়ি থেকে রহিমের দোকান পর্যন্ত বিসি সড়ক, শিকারীকান্দা খামার ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি সড়ক, বাড়েরার পুল থেকে ফকিরবাড়ি মোড় পর্যন্ত আরসিসি সড়ক, ঝিগাতলা মোড় থেকে গোফিবাড়ি মোড় পর্যন্ত আরসিসি ও বিসি সড়ক এবং বাদশা মাস্টারের বাড়ি নটরডেমে কলেজ পর্যন্ত বিসি সড়ক।

উদ্বোধনকালে মেয়র ইকরামুল হক টিটু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশনের উন্নয়নের জন্য ১৫৭৫ কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ থেকে আমরা নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডগুলোতে বেশি বরাদ্দ দিয়েছি। তাই নতুন এসব ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চাই।

অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিকুল ইসলাম শফিক, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর আইরিন আক্তার, মসিকের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল হক, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হলো মেয়র আব্বাসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *