মাতৃভূমি

ময়মনসিংহ বিভাগে নৌকার মনোনয়ন পেলেন যারা || ইউপি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় একক প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

টানা চার দিন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ময়মনসিংহ বিভাগের প্রার্থী চূড়ান্ত হয়। রবিবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিভাগের ইউপিগুলোতে দল মনোনিত একক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

ময়মনসিংহ বিভাগের ইউপিতে নৌকা পেলেন যারা: জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউপিতে সৈয়দ খালেকুজ্জামান, কুলিয়াতে আব্দুস ছালাম, মাহমুদপুরে মোহাম্মদ আলী জিন্নাহ, নাংলাতে কিসমত পাশা, নয়ানগরে শফিউল আলম, চরবানিপাকুরিয়াতে শাহাদৎ হোসেন, ঘোষেরপাড়াতে সাইদুল ইসলাম লিটু, ঝাউগড়াতে আঞ্জুমনোয়ারা বেগম, শ্যামপুরে এস এম সায়েদুর রহমান। ইসলামপুর উপজেলার ইসলামপুর সদর ইউপিতে হাবিবুর রহমান চৌধুরী, পলবান্ধাতে শাহাদত হোসেন ডিহিদার, গোয়ালেরচরে শেখ মোহাম্মদ হারুনুর রশীদ, গাইবান্ধাতে মাকছুদুর রহমান আনছারী, চরপুটিমারীতে সামছুজ্জামান, চরগোয়ালিনীতে শহিদুল্যাহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী।

শেরপুর জেলার নকলা উপজেলার গণপদ্দী ইউপিতে শামছুর রহমান, নকলাতে আনিসুর রহমান, উরফাতে মুহাম্মদ রেজাউল হক হীরা, গৌড়দ্বারে শওকত হুসেন খান, বানেশ্বর্দী আঞ্জুমান আরা বেগম, পাঠাকাটাতে আব্দুস ছালাম, টালকিতে বদরুজ্জামান, চরঅষ্টধরে গোলাম রাব্বানী, চন্দ্রকোনাতে সাজু সাইদ ছিদ্দিকী। নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁওতে বন্ধনা চাম্বুগং, নন্নীতে বিল্লাল হোসেন চৌধুরী, রাজনগরে বিপ্লব কুমার বর্মন, নয়াবিলে নূর ইসলাম, রামচন্দ্রকুড়াও মন্ডলিয়াপাড়াতে আমান উল্যাহ, কাকরকান্দিতে শহীদ উল্লাহ তালুকদার, নালিতাবাড়িতে আসাদুজ্জামান, রূপনারায়নকুড়াতে মিজানুর রহমান, মরিচপুরানে খন্দকার মোঃ শফিকুল ইসলাম শফিক, যোগানিয়াতে আব্দুল লতিফ, বাঘবেড়ে আব্দুস সবুর, কলসপাড়ে আবুল কাশেম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউপিতে এস এম শামছুল হক, বোররচরে আশরাফুল আলম, পরাণগঞ্জে ইউনুস আলী (বীর মুক্তিযোদ্ধা), ঘাগড়াতে শাহ্ জাহান সরকার, অষ্টধারে এমদাদুল হক। মুক্তাগাছা উপজেলার দুল্লাতে সিরাজুল ইসলাম, বড়গ্রামে সিদ্দীকুজ্জামান, তারাটিতে মনিরুজ্জামান, কুমারগাতাতে আকবর আলী, বাশাটিতে উজ্জল কুমার চন্দ, মানকোনে রফিকুল ইসলাম (বাহাদুর), ঘোগাতে শরীফ আহমদ, দাওগাঁওতে মজনু সরকার, কাশিমপুরে মোয়াজ্জেম হোসেন তালুকদার, খেরুয়াজানীতে ওয়াজেদ আলী মোল্লা। ত্রিশাল উপজেলার ধানীখোলাতে মামুনুর রশিদ, বৈলরে মুহাম্মদ শাহজাহান কবীর, কাঁঠালে শেখ কবীর রায়হান, কানিহারীতে শহীদউল্লাহ মন্ডল, রামপুরে আপেল মাহমুদ, ত্রিশালে জাকির হোসাইন, হরিরামপুরে মেছবাহুল আলম, বালিপাড়াতে গোলাম মোহাম্মদ বাদল, মঠবাড়ীতে সামছুদ্দিন, মোক্ষপুরে আশরাফ উদ্দিন, আমিরাবাড়ীতে হাবিবুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউপিতে সুব্রত সাংমা, দুর্গাপুরে শাহীনুর আলম, চন্ডিগড়ে আলতাবুর রহমান, বিরিশিরিতে রফিকুল ইসলাম (রুহু), বাকলজোড়াতে সফিকুল ইসলাম, কাকৈরগড়াতে শিব্বির আহাম্মেদ তালুকদার, গাঁওকান্দিয়াতে আব্দুর রাজ্জাক সরকার। পূর্বধলা উপজেলার হোগলাতে সাইদুল ইসলাম, ঘাগড়াতে রেজু মিয়া আকন্দ, জারিয়াতে মাজেদা খাতুন, পূর্বধলাতে আব্দুল কাদির, আগিয়াতে মোখলেছুর রহমান খান, বিশকাকুনীতে লাভলী আক্তার, খলিশাউড়ে কমল কৃষ্ণ সরকার, নারান্দিয়াতে আব্দুল কুদ্দুছ, গোহালাকান্দাতে শেখ মোঃ সালাহ উদ্দিন চাঁন মিয়া, বৈরাঢীতে আলী আহাম্মেদ। কলমাকান্দা উপজেলার রংছাতীতে তাহেরা খাতুন, কলমাকান্দাতে পলাশ কান্তি বিশ্বাস, নাজিরপুরে আব্দুল আলী, পোগলাতে মোজ্জাম্মেল হক, বড়খাপনে এ কে এম হাদীছুজ্জামান, লেংগুড়াতে রফিকুল ইসলাম, খারনৈতে আবু বকর সিদ্দিক, কৈলাটিতে জয়নাল আবেদীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আরো পড়ুন:

আইডি নাম্বার পাচ্ছে সব পৌরসভা ও সিটি করপোরেশনের রাস্তাগুলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *