ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন
ময়মনসিংহের গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবী সংগঠন এইচএমবিডি ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাদের তৈরি করা শীতবস্ত্র দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত শীতবন্ত্রের মধ্যে রয়েছে কম্বল, মাফলার, ওলের টুপি ও শীতের মোজা। আজ বুধবার দুপুরে উপজেলার পাগলা থানাধিন লংগাইর ইউনিয়নের কাঁজা গ্রামে এসব বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক উপপরিচালক অধ্যাপক আবুল কালাম, এইচএমবিডি ফাউন্ডেশনের ডাঃ মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।
ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব বলেন, এটি চমৎকার একটি উদ্যোগ। এইচএমবিডি ফাউন্ডেশন গ্রামের বেকার যুব মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি করে তাদের হাতে তৈরি শীতবস্ত্র অসহায় মানুষের মধ্যে বিতরণ করেছে। ধন্যবাদ এইচএমবিডি ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলকে।