খেলাধুলা

ম্যাথুসের আউট নিয়ে যে ব্যাখ্যা দিলেন আম্পায়ার

প্রায় দেড়শ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। বিশ্বকাপের মঞ্চে তার এই আউট নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনায় মেতেছেন ধারাভাষ্যকার থেকে শুরু করে অনেক ক্রিকেট বোদ্ধা।

সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ইনিংসের ২৫তম ওভারে আউট হয়ে ক্রিকেটের ইতিহাসের রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন ম্যাথুস। কোনো বল খেলার আগেই টাইমড আউট হয়ে গেছেন তিনি।

ব্যাটিংয়ে যে হেলমেট নিয়ে নেমেছিলেন, তাতে পুরো নিরাপদ বোধ করেননি ম্যাথুস। ফলে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি এই ব্যাটার। এসবের মাঝে সময় গড়াতে থাকে, ফলে টাইগার অধিনায়ক সাকিব আবেদন করলে আম্পায়াররা আউট ঘোষণা দেন।

এ বিষয় নিয়ে কথা বলেছেন ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করা আদ্রিয়ান হোল্ডস্টক, ‘এমন টুর্নামেন্টে এমসিসির ক্রিকেট আইনের জায়গায় আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন প্রাধান্য পাবে। টাইমড আউটের ক্ষেত্রে, নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে বল খেলার জন্য তৈরি থাকতে হবে।’

আদ্রিয়ান হোল্ডস্টক আরও বলেন, ‘টিভি আম্পায়ার এই দুই মিনিট সময়ের খেয়াল রাখেন এবং তা মাঠের আম্পায়ারদের জানান। ম্যাথিউসের এই ঘটনায় হেলমেটের স্ট্র্যাপ নিয়ে সমস্যায় পড়ার আগেই দুই মিনিট পেরিয়ে গিয়েছিল এবং ব্যাটসম্যান বল খেলার জন্য প্রস্তুত ছিলেন না। দুই মিনিট সময় আগেই শেষ হয়ে গিয়েছিল। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ফিল্ডিং দলের অধিনায়ক মাঠের আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেছিলেন।’

হোল্ডস্টক এরপর বলেছেন, ‘ব্যাটসম্যান হিসেবে আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সব সরঞ্জাম ঠিকঠাক আছে। আপনাকে দুই মিনিটের মধ্যে বল খেলার মতো প্রস্তুত থাকতে হবে। ফলে কৌশলগতভাবে আসলে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যেই মাঠে চলে যেতে হবে, যেন বল খেলার জন্য তৈরি হতে পারেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *