প্রচ্ছদ

ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার দিনই স্বামী হারালেন ফেরদৌসী কাদরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী মারা গেছেন।  
৭৩ বছর বয়সি সালেহীন কাদরী কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে গত এক মাস ধরে ঢাকার ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  বুধবার রাতে পৌনে ৪টার দিকে সেখানেই তার মৃত্যু।  এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
সালেহীন কাদরী ‘এশিয়ার নোবেল’ র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী।  আইসিডিডিআর,বির ইমিউনোলজি বিভাগের প্রধান ফেরদৌসীর ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার ঘোষণা আসে মঙ্গলবার।  সেদিন রাতেই তার স্বামীর মৃত্যু সংবাদ এল।
ডা. আশীষ কুমার জানান, গত জুলাই মাসে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পর ভাইরাস থেকে মুক্ত হয়েছিলেন ড. সাইয়াদ সালেহীন কাদরী।  কিন্তু পরে আবার নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন।
তখন তিনি কোভিড নেগেটিভ ছিলেন, কিন্তু ফুসফুসের অবস্থা খারাপ ছিল।  অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়।  ওই অবস্থাতেই তিনি মারা যান।
ডা. আশীষ জানান, হৃদযন্ত্র এবং কিডনির সমস্যাও ছিল অধ্যাপক সালেহীন কাদরীর। তার সেপটিসেমিয়া হয়ে গিয়েছিল।
বুধবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে জানাজা হবে। তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান।  

/জেড এইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *