মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জয়
অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদের জয়।
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার (১৬ জানুয়ারি) রাতের ফাইনালে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। লুকা মদ্রিচের দুর্দান্ত গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা।
ইনজুরি ও করোনা নিয়ে দুশ্চিন্তা থাকলেও সৌদি আরব জয় করেই স্পেনে ফিরতে মরিয়া ছিল রিয়াল শিবির। তাদের সেই স্বপ্ন সত্যি হয়েছে।স্প্যানিশ সুপার কাপের ৩৮ তম আসরের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে তারা।
গেলবার সেমিফাইনালে এই বিলবাওয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল রিয়াল। এবার সে আক্ষেপ শিরোপার আলোয় আলোকিত করেছে আনচেলত্তির শিষ্যরা। কোচ হিসেবে মেয়াদ শুরুর পর দলকে আরও একটি শিরোপা উপহার দিলেন তিনি।