বিনোদন

মৌসুমী-ওমর সানীর ২৫ বসন্ত

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: মৌসুমী ও ওমর সানী জুটি হয়ে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। জনপ্রিয় এই জুটির সংসার জীবনেও কেটে গেছে ২৫টি বসন্ত।

১৯৯৬ সালের ২ আগস্ট মৌসুমী ও ওমর সানী রূপালী পর্দার জুটি থেকে সংসার জীবনে জুটি গড়েন। সংসার জীবনের ২৫ বছর শেষ করে আজ সোমবার তারা পা রাখলেন ২৬ এ।

এ বিষয়ে ওমর সানী বলেন, ‘জীবন অনেক সুন্দর। একটাই চাওয়া, বাকিটা জীবন যেন এভাবেই সুন্দরভাবে পার করতে পারি। সবার কাছে দোয়া চাই।’

মৌসুমী তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে এতটা দূর এসেছি। আগামী দিনগুলোও যেন ভালো থাকতে পারি সেটাই প্রত্যাশা।’

জাহিদ হোসেনের পরিচালনায় এই জুটি অভিনয় করতে যাচ্ছেন ‘সোনার চর’ সিনেমায়। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সিনেমার শুটিং শুরু হবে।

সিনেমাটি নিয়ে মৌসুমী বলেন, ‘জাহিদ হোসেনের পরিচালনায় “মাতৃত্ব” নামে একটি সিনেমায় অভিনয় করেছিলাম। সোনার চরেও নিশ্চয়ই নতুন কিছু হবে।’

ওমর সানী বলেন, ‘ভালো কিছু হবে সেই প্রত্যাশা থেকেই কাজটি করতে যাচ্ছি। সিনেমায় আমি অভিনয় করছি একজন লাঠিয়ালের চরিত্রে।’

পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুটিং শুরু হবে। প্রাথমিকভাবে পদ্মার পাড়ে শুটিং করব।’ তিনি জানান, সোনার চর গ্রামীণ গল্পের সিনেমা। ১৯৭৫ থেকে ১৯৮১ সাল এই সিনেমার প্রেক্ষাপট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *