নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মোবাইল কোম্পানির বিনোদনমূলক কোনো কন্টেন্ট ইউটিউবে চালানোর লাইসেন্স দেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, মোবাইল কোম্পানিগুলো বেআইনিভাবে এ কাজ করছে। তবে বেসরকারি টেলিভিশন কর্তৃপক্ষ লিখিতভাবে অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।
নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে দেশের টেলিভিশন চ্যানেলগুলো ভূমিকা রাখবে বলেও বক্তব্যে উল্লেখ করেন তথ্যমন্ত্রী।
ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে দেশের অধিকাংশ বেসরকারি টেলিভিশন মালিকরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
ব্যবহারকারীদের নিউজ ফিডের ওপর নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়াচ্ছে ফেসবুক