জাতীয়

মোবাইলে কথা বলার সময় লিফটের গর্তে পড়ে কলেজছাত্রের মৃত্যু

 

গাজীপুরের শ্রীপুরে মার্কেটের চার তলা থেকে লিফটের গর্তে পড়ে রাকিব হাসান (২২) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জৈনা বাজার উপ-শহর টাউন সেন্টার মার্কেটের নির্মারাধীন লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব হাসান ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের বড় কাশর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। সে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকার আব্দুল আউয়াল কলেজের ছাত্র।

স্থানীয় সাংবাদিক তাজুল ইসলাম সানি জানান, বুধবার বিকেলে রাকিব বাড়ি থেকে জৈনা বাজারের নবনির্মিত উপ-শহর টাউন সেন্টারে কেনাকাটা করতে আসে। এ সময় তার মুঠোফেনে কল আসলে সে কথা বলতে বলতে ওই মার্কেটের চার তলার ছাদে চলে যায়। এক পর্যায়ে অসাবধনতায় ছাদের পাশে চলে গেলে পা ফসকে নির্মাণাধীন লিফটের গর্তে পড়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ব্যাবসায়ীরা জানান, নবনির্মিত মার্কেটটি ৮০ ভাগ কাজ শেষ হয়ে গেলেও নির্মানাধীন লিফটের গর্ত অরক্ষিত অবস্থায় ছিল। মার্কেট মালিক শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার।

ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, লিফটের গর্তে পড়ে একজন আহত হওয়ার খবর পেয়েছি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত রাকিবের সঙ্গে তার এক বন্ধু ছিল। আমরা নিহতের স্বজন ও সঙ্গে থাকা বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করব। কোনো অভিযোগ না থাকলে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *