দেবযানী দত্ত, ধূমকেতু ডটকম: সম্প্রতি ইন্ডিয়ান আইডল সিজন ১২ তে রনধীর কাপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে কারিনার ছেলে তৈমুরের কাছ থেকে তার জন্য একটি বিশেষ কার্ড আসে, আর তাতেই তিনি আবেগআপ্লুত হয়ে পড়েন।
কার্ডটি পাওয়ার পর তিনি বলেন, তিনি তার মেয়েদের থেকেও নাতিদের বেশি ভালবাসেন। তিনি আরও বলেন, সকলেই আসলের থেকে সুদটা বেশি পছন্দ করে। তিনি জানান, শুটিং শেষেই তিনি তৈমুরের সাথে দেখা করতে যাবেন। তার দুই মেয়ে কারিশমা ও কারিনার সন্তানদের (সামিরা, কিয়ান, তৈমুর ও জেহ) তিনি নিজের মেয়েদের থেকে বেশি ভালবাসেন।
অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আদিত্য নারায়ণ আর বিচারক হিসেবে ছিলেন অনু মালিক, হিমেশ রেশমিয়া ও টনি কক্কর।
কিছুদিন আগে রণধীর কাপুর তার ইন্সটাগ্রামে ভুল করে ছোট নাতি জেহের ছবি দিয়ে দিয়েছিলেন। পরে তিনি আবার সেটা তার পেজ থেকে ডিলিট করে ফেলেন। পরবর্তীতে জানা যায়, সাইফ আলী খান ও কারিনা কাপুর এখনই চাচ্ছেন না তাদের ছোট ছেলের ছবি সবার সাথে শেয়ার করতে।