প্রচ্ছদ

মেয়াদ বাড়ছে চীনের প্রেসিডেন্ট জিনপিংয়ের

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) ১৯তম কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন শুরু হয়েছে। সোমবার চীনের বেইজিংয়ে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। এতে সিপিসির শীর্ষ নেতাসহ চার শতাধিক নেতা অংশ নিয়েছেন। আশা করা হচ্ছে, এই অধিবেশনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মেয়াদ বাড়ানো হবে। এ ছাড়া এতে দলটির ১০০ বছরের সাফল্য নিয়ে আলোচনা হবে। খবর এএফপি ও সিনহুয়ার।

সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শি জিনপিং অধিবেশনের শুরুতে কমিটির রাজনৈতিক কর্মসূচির প্রতিবেদন তুলে ধরেন। এ সময় সিপিসির ১০০ বছরের বড় বড় অর্জন ও ঐতিহাসিক অভিজ্ঞতাগুলো বিশ্নেষণ করেন তিনি। এ ছাড়া এই সম্মেলনে একটি রাজনৈতিক খসড়া প্রস্তাবনা প্রস্তুত করা হবে। সূত্র মতে, মূলত এই প্রস্তাবনায় শি জিনপিংয়ের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এই প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে আগামী বছর দলের ২০তম পূর্ণাঙ্গ অধিবেশনে উত্থাপন করা হবে। এর মাধ্যমে সম্ভবত তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন।

সিপিসির এক বিবৃতিতে বলা হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে চীন এগিয়ে যাচ্ছে। উন্নয়নে সমৃদ্ধ হচ্ছে চীনা জাতি। শুরুর দিকে অপপ্রচারের শিকার হয়েছেন চীনারা। তা সত্ত্বেও সমাজতন্ত্র ও আধুনিকতাকে ধারণ করে সফলতার সঙ্গে অগ্রসর হচ্ছে তারা।

এই বিবৃতিতে শীর্ষ কমিউনিস্ট প্রতিনিধিদের নাম উল্লেখ করা হয়েছে। যারা হলেন-মাও জিদং, দেন জিওপিং, জিয়াং জেমিন ও হিউ জিনতাও। তারা দল ও বিভিন্ন জাতিগোষ্ঠীর শীর্ষ পর্যায়ে রয়েছেন। এসব নেতা উন্নয়ন, সংস্কার ও বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।

চীনবিষয়ক রাজনৈতিক বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক অ্যান্টনি সেইচ জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে জিনপিংয়ের মেয়াদ বৃদ্ধির বিষয়টি যেমন নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা হতে চলেছে। পাশাপাশি আরও একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে, সিপিসি এখনও পর্যন্ত শি’র যোগ্য উত্তরসূরির সন্ধান পায়নি।

একই মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কার্ল মিঞ্জের। তিনি বলেন, শি যে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য, তাই আবারও একবার স্পষ্ট করে দিতে চলেছে সিপিসি। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, পার্টির উচিত এখন থেকেই শি’র উত্তরসূরি বাছাইয়ের কাজে লেগে পড়া।

আরো পড়ুন:

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *