নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: শিশু কন্যার জন্য দুধ কিনতে না পারা চিত্রশিল্পী বাবার পাশে দাঁড়ালেন বরিশালের জেলা প্রশাসক। শুক্রবার (৩০ জুলাই) জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষ থেকে চিত্রশিল্পী বাবাকে সহায়তা পাঠানো হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছে, শুক্রবার জেলা প্রশাসনের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ চিত্র শিল্পী মাহবুব আলমের বাসায় যান। তিনি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পক্ষ থেকে মাহবুব আলমের স্ত্রী ঝুমুর হাওলাদারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার ও শিশুর দুধ কেনার জন্য নগদ অর্থ তুলে দেন।
পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুর প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়।