নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘১৩ সেপ্টেম্বর থেকে শুরুর প্রস্তুতি আমরা নিয়েছি। এটা একদিন এদিক-সেদিক হতে পারে।’
আজ বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।’ পরিস্থিতি বিবেচনা করে অনান্য বর্ষের ক্লাস খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ‘মেডিকেল রিলেটেড সব ধরনের শিক্ষা-প্রতিষ্ঠান খোলা হবে।’
আরো পড়ুন:
সব শিক্ষক-শিক্ষার্থীকে টিকা দেয়ার পর খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান