আইন আদালত

মেজর সিনহা হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার বিচার শুরু হয়েছে। রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করে বিচারক সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন। এর মাধ্যমে সিনহা হত্যার বিচার শুরু হলো বলে জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা।

সাক্ষ্য গ্রহণের জন্য ২৬, ২৭ ও ২৮ জুলাই তারিখ ঠিক করা হয়েছে। অভিযোগপত্রে টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশসহ ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ১৩ ডিসেম্বর সিনহা হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত উল্লেখ করে করে ১৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-১৫–এর সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম। পরে ২১ ডিসেম্বর সিনহা মো. রাশেদ খান হত্যার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এরআগে ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে। পরে ৫ আগস্ট এ ব্যাপারে মামলা করেন তার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *