প্রচ্ছদ

মেক্সিকোতে কলম্বাসের পরিবর্তে বসবে আদিবাসী নারীর মূর্তি

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মেক্সিকোর রাজধানীতে ক্রিস্টোফার কলম্বাসের স্মৃতিস্তম্ভের জায়গায় এক আদিবাসী নারীর মূর্তি বসতে যাচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন মেক্সিকো সিটির গভর্নর ক্লডিয়া শিনবাম। খবর প্রকাশ করেছে বিবিসি।

আদিবাসী অধিকারকর্মীরা উপড়ে ফেলার হুমকি দেওয়ার পর গত বছর কলম্বাসের ঐ মূর্তিটিকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই জায়গায় এখন ‘ইয়াং উইমেন অব আমাজাক’ নামের কলম্বাস-পূর্ববর্তী সময়ের একটি মূর্তির রেপ্লিকা বসবে। যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের সময় লাতিন আমেরিকা ও যুক্তরাষ্ট্রে কলম্বাসের একাধিক মূর্তি উপড়ানো হয়েছিল।

ইতালিতে জন্ম নেওয়া কলম্বাস স্পেনের রাজপরিবারের অর্থায়নে পঞ্চদশ শতকের শেষদিকে নতুন ভূমি আবিষ্কারের উদ্দেশ্যে জাহাজে করে রওনা দিয়েছিলেন। তার আমেরিকা মহাদেশে নামা, সেখানে স্পেনের দখলদারিত্বের পথ খুলে দেয়। কলম্বাসের এ আগমন তাই মহাদেশটির অনেকের কাছেই নির্যাতন ও ঔপনিবেশিকতার প্রতীক। শিনবাম আগেই কলম্বাসের মূর্তির জায়গায় আদিবাসী এক নারীর মূর্তি বসবে বলে ঘোষণা দিয়েছিলেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) কলম্বাসের ‘আমেরিকা আবিষ্কারের’ ৫২৯তম বার্ষিকীতে ফের একই ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবছর ঘটা করে কলম্বাস দিবস পালিত হলেও মেক্সিকো এবং লাতিন আমেরিকার অনেক দেশে দিবসটিতে স্মরণ করা হয় দখলদার স্পেন ও অন্যান্য ইউরোপীয় দেশের নির্যাতনের শিকার হওয়া আদিবাসীদের। অনেকে এদিন ইউরোপীয় দখলদারদের বিরুদ্ধে আদিবাসীদের প্রতিরোধের কথাও মনে করেন। শিনবাম জানান, নতুন যে মূর্তিটি বসানো হবে, সেটি আগের কলম্বাসের মূর্তির চেয়েও তিন গুণ লম্বা হবে।

আরো পড়ুন:

ভারতে ট্রেনে পানের পিকের দাগ মুছতেই খরচ ১২শ’ কোটি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *