আবদুল গণি বারাদারআফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গণি বারাদারের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্ভূত পরিস্থিতিতে এক অডিও বার্তায় নিজের বেঁচে থাকার কথা জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফ্রান্স ২৪।
অডিও বার্তায় আবদুল গণি বারাদার বলেন, তিনি বেঁচে আছেন এবং সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় যে গুজব রটেছে সেটি ‘ভুয়া প্রপাগান্ডা।’ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ভারতে তার মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। এতে বলা হয়, কাবুলের প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের বিবদমান গ্রুপগুলোর বন্দুকযুদ্ধে তিনি মারাত্মক আহত হয়েছেন। পরে তার মৃত্যু হয়।
এমন গুজবের ফলে অডিও বার্তা নিয়ে সামনে আসতে হয় বারাদারকে। তিনি বলেন, ‘মিডিয়ায় আমার মৃত্যুর খবর আসছে। তারা সব সময় ভুয়া প্রপাগান্ডা ছড়ায়। এই মুহূর্তে আমি যেখানেই আছি, আমার সব ভাই ও বন্ধুদের নিয়ে ভালো আছি।’
আবদুল গণি বারাদার বলেন, আপনাদের শতভাগ নিশ্চিত করছি যে তালেবানের মধ্যে অভ্যন্তরীণ কোনও ঝামেলা নেই।
/জেড এইচ