প্রচ্ছদ

মুম্বাই গেলেও শাহরুখ খানের সঙ্গে দেখা করবেন না মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ধূমকেতু বাংলা: তিনদিনের সফরে মুম্বাই যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুম্বাই গেলেও বলিউড বাদশা শাহরুখ খানের সাথে দেখা করবেন না মমতা।

মঙ্গলবার মুম্বাই সফর নিয়ে এ কথা জানান মমতা। পাশাপাশি কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা। দুপুরে মুম্বাইয়ের উদ্দেশে কলকাতা ত্যাগ করেন মমতা।

২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হবে ৭ থেকে ১৪ জানুয়ারি। মমতা জানান, এবারের চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হবে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, মহেশ ভাটকে। তবে এবারের সফরে মুম্বাই গেলেও শাহরুখ খানের সাথে দেখা করবেন না মমতা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে মমতা জানান, না ওর সাথে দেখা করব না।

শাহরুখের ব্যাপারে তিনি জানান, ‘ওরা ফিল্ম নিয়ে ব্যস্ত আছে, থাক। আমি কাওকে বিরক্ত করতে চাই না। তবে কলকাতা চলচ্চিত্র উৎসবে বচ্চনজি, শাহরুখ, আমির, সালমান, মহেশ ভাট-সহ অনেককে আমন্ত্রণ জানানো হয়েছে’।

মাদক বিতর্কে অক্টোবরের শুরু থেকেই খবরে শাহরুখ খান। ছেলে আরিয়ান প্রায় একমাস ছিলেন গ্রেফতার। আরিয়ান মামলা চলাকালীন অনেকেই দাবি করেছিলেন, কেন্দ্রীয় সংস্থা এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো) প্রধানত শাহরুখের ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মিথ্যা মামলা সাজিয়েছে আরিয়ানের বিরুদ্ধে।

আরিয়ানের কাছ থেকে কোনো মাদক উদ্ধার না হলেও গ্রেফতার করা হয়েছে। সেই সময়  শাহরুখের প্রিয় ‘দিদি’ মমতার প্রসঙ্গও উঠেছিল। মমতা-ঘনিষ্ঠ হওয়ার জন্যই শাহরুখের ছেলের এই পরিণতি বলেও দাবি করেছিলেন কেউ কেউ!

সূত্র: হিন্দুস্তান টাইমস।

আরো পড়ুন:

সু চির বিরুদ্ধে মামলার রায় পিছালো ৬ ডিসেম্বর পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *