আইন আদালত

মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয় সংবিধানে যুক্ত করতে রিট

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে। রিটে সংবিধানের সঙ্গতিপূর্ণ স্থানে কেন মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিষয়টি যুক্ত করা হবে না তা জানতে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবুল বাশারসহ ছয়জন বীর মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেছেন আইনজীবী আবেদা গুলরুখ ও নাসরিন।

আবেদনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্বাধীনতার হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা এই দুটি শব্দ সংবিধানের কোথাও নেই।  তাই আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষে এই রিট করেছি।

রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে বলেও জানান এই আইনজীবী।

আরো পড়ুন:

সাব-রেজিস্ট্রি অফিসে ই-রেজিস্ট্রেশন চালু হবে আগামী বছর : আইনমন্ত্রী

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *