নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: ভারতীয় সেনাবাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধে পাকিস্তান সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য এদেশে নিয়ে আসা ২টি ট্যাংক ও কামান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ কে উপহার প্রদান করেছে।
আজ দুপুরে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে দু’দেশের সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ট্যাংক ও কামান ২টি হস্তান্তর করেন।
বাংলাদেশের পক্ষে যশোর সেনানিবাসের কর্মকর্তা কর্নেল আশরাফুল ইসলাম এবং ভারতীয় সেনাবাহিনীর পক্ষে কর্নেল বিতুইন সিংহ হস্তান্তর অনুষ্ঠানে দুই দেশের নেতৃত্ব দেন।
ট্যাংক এবং কামান বহনকারি বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি ২টি ভারতীয় সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সাথে সাথে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতা করতালি দিয়ে গাড়ির বহরকে স্বাগত জানান।
এ সময় বেনাপোল বন্দর এবং কাস্টমসের কর্মকর্তাগরা উপস্থিতে ছিলেন।
আরো পড়ুন: