আন্তর্জাতিক ডেস্ক, ধূমকেতু ডটকম: দুই দিনে (১৮ ও ১৯ সেপ্টেম্বর) মিয়ানমার থেকে ৪৫ টন পেয়াজ কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর মিয়ানমার থেকে এই পেয়াজ আসার খবর নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন।
মোহাম্মদ জসীম উদ্দীন জানান, জুনের শেষের দিকে মংডু-আকিয়াব বন্দরে করোনা রোগী শনাক্ত হয়। তখন মিয়ানমার থেকে পণ্য আমদানি বন্ধ করা হয়। এ অবস্থায় প্রায় আড়াই মাস পর শুক্রবার দুটি জাহাজে করে প্রায় ৩০ টন পেয়াজ আসে। শনিবার আরেকটি জাহাজ বন্দরে ভিড়েছে। এ জাহাজেও আনুমানিক ১৫ টন পেয়াজ আছে।
ওই দুদিন সরকারি ছুটি থাকায় আমদানি করা পেয়াজের কাগজপত্র এখনও জমা হয়নি বলে তিনি জানিয়েছেন।