ডেস্ক রিপোর্ট, ধূমকেতু বাংলা: মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিরুদ্ধে একটি মামলার রায় স্থগিত করেছে মিয়ানমারের জান্তা আদালত।
সোমবার ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও সংরক্ষণের দায়ে দায়েরকৃত মামলায় তার বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল।
তবে কি কারণে রায় ঘোষণা স্থগিত করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।
বিচারক কোনও ব্যাখ্যা ছাড়াই এই মামলার রায় ঘোষণা আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেন।
এই মামলায় দোষী সাব্যস্ত হলে সু চির তিন বছরের জেল হতে পারে। তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সবগুলোর বিচারকাজ চলছে। এসব রায় সু চির বিরুদ্ধে গেলে তাকে আজীবন বন্দি থাকতে হতে পারে।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এরপর থেকেই গৃহবন্দি অং সান সু চি।
আরো পড়ুন:
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট