দ্বিতীয় টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে এসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। লোয়ার মিডল-অর্ডারের মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান দ্রুত বিদায় নেওয়াতে চাপে পড়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২২১ রান। টাইগারদের পক্ষে ব্যাট হাতে দলকে এগিয়ে নিচ্ছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আশি পেরোনো মুমিনুল শতকের পথে এগোচ্ছেন। এই মুহূর্তে ৮২ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন টেল এন্ডার তাসকিন আহমেদ।
এর আগে দ্বিতীয় সেশন শেষে মিরাজকে নিয়ে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে ড্রেসিং রুমে গিয়েছিলেন মুমিনুল। টি ব্রেকের পর মাঠে এসে স্বাভাবিক গতিতে রান তুলে দলকে এগিয়ে নিচ্ছিলেন দুই ব্যাটসম্যান। তবে উমেশ যাদবের নিরীহ এক বলে কাভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন মিরাজ। করতে পারেন মাত্র ১৫ রান।
মিরাজের পর লোয়ার মিডল অর্ডারের শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন নুরুল হাসান সোহান। তবে ৬ রান করতেই ফিরে যান এই ব্যাটসম্যানও।