স্পোর্টস ডেস্ক, সুখবর ডটকম: সাদা পোশাকে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে। সেই ম্যাচেই টসে হারলো টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। দুই দলের মধ্যকার প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল ১০টায় আইরিশদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।
আয়ারল্যান্ড একাদশ
মারে কমিন্স, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বলবার্নি, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক এডেয়ার, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
এম/
আরো পড়ুন: