মা-বাবার সেবা করলে মিলবে ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু ডটকম: অভাবের মধ্যেও মা-বাবাকে অবহেলা করে না এমন সন্তানদের ফল, খাদ্য উপহার ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসার প্রিতম শাহা।

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের পক্ষ হতে এটি একটি ব্যতিক্রম উদ্যেগ গ্রহণ করেছেন ভূমি অফিসার প্রিতম শাহা। প্রতি সপ্তাহে নিজ অর্থায়নে ২ জন মা এর সন্তানকে তিনি ফুলেল শুভেচ্ছা জানান, যে সন্তানেরা অভাবের মাঝেও মা, বাবার সেবা, যত্ন ও দেখভাল করেন।

সোমবার রাণীশংকৈল হাড়িয়া (মলানী) গ্রামে প্রিতম শাহ নিজে ফুলের তোড়া ও ফলের ঝুড়ি নিয়ে উপস্থিত হন মৃত হযরত আলীর ছেলে মজিবুর রহমানের বাসায়। মজিবর রহমান অভাবের মাঝে তার মা মোছা: সহরবানু (৮৫) এর সুন্দরভাবে দেখাশোনা করেন ও যত্ন নেন। এমন খবর পাওয়ার পরেই সেখানে উপস্থিত হয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রিতম শাহা।

ফুলেল শুভেচ্ছা পাওয়া মজিবর রহমান বলেন, ‘আমি শুভেচ্ছা পাওয়ার জন্য মায়ের সেবা করি নাই। আমার মা আমাকে জন্ম দিয়েছেন। এটা আমার ধর্ম আমার মায়ের সেবা করা। তবে প্রিতম শাহা স্যারের উদ্যোগ অনেক সুন্দর ও প্রশংসনীয়। তার এই শুভেচ্ছা পাওয়ার জন্য হলেও এখন অনেকে বাবা-মা এর সেবা করবে।’

এর পরে রাণীশংকৈল ভূমি অফিসার প্রিতম শাহা নেকমরদ এলাকায় আরেকটি পরিবারের সন্তানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ফল, শুকনো খাদ্য সামগ্রী উপহার দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *