মা আবেগতাড়িত হয়ে দুইশো মানুষের আহার আয়োজন করেছেন – জুনায়েদ ইভান
জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভানের নতুন বই ‘অন্যমনস্ক’ যেটি মাকে উৎসর্গ করেছেন লেখক এবং এমন প্রাপ্তিতে মা আবেগতাড়িত হয়ে দুইশো মানুষের আহার আয়োজন করেছেন।
জুনায়েদ ইভান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখের এই স্মৃতি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমার নতুন গল্পের বই ‘অন্যমনস্ক’ উৎসর্গ করেছি আম্মুকে। আমার আম্মু আবেগতাড়িত হয়ে প্রায় দুইশো অসহায় মানুষের জন্য একবেলা খাবারের আয়োজন করেন। নামাজ পড়ে দোয়া করেন আমার জন্য। কী অদ্ভুত আত্মতৃপ্তি আমার মায়ের চোখে! এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?”
সাতটি গল্পে সাজানো বইটি ইতোমধ্যেই দেশের শীর্ষতম অনলাইন বুক শপ ‘রকমারি’তে বেস্ট সেলার লিস্টে’র প্রথম স্থান দখল করে নিয়েছে। এবারই প্রথম নয়, গত বছর প্রকাশিত জুনায়েদ ইভানের উপন্যাস ‘শেষ’ বেস্ট সেলার অ্যাওয়ার্ড পেয়েছিল।