মাতৃভূমি

বাংলাদেশের কর্মীদের দক্ষতার প্রশংসা করলেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম সোমবার (২২ নভেম্বর) ঢাকার মিরপুরে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) পরিদর্শন করেছেন। এসময় মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীরা বাংলাদেশের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতার প্রশংসা করেন।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট বিকালে বিকেটিটিসিতে পৌঁছালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

এরপর বিকেটিটিসি’র কনফারেন্স রুমে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন প্রদান করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সরকার গুনগত শ্রম অভিবাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ এবং যে কোনও অনিয়মতান্ত্রিক অভিবাসনকে সবসময় নিরুৎসাহিত করে।’

এতে আরও বক্তব্য রাখেন— মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ইব্রাহীম হাসান, স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, অতিরিক্ত সচিব মো. নাজীবুল ইসলাম, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি প্রমুখ।

মতবিনিময় শেষে প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বিকেটিটিসিতে চলমান বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।

 আরো পড়ুন:

উন্নয়ন কাজ আগের অবস্থায় নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *