ডেস্ক নিউজ, সুখবর ডটকম: মানববিহীন চীনের বেসামরিক বেলুন মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দিয়ে চলে যাওয়াকে অপ্রত্যাশিত এবং বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত মঙ্গলবার, মনুষ্যবিহীন বেসামরিক বেলুন প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাও নিং বলেন, এ ঘটনাটি সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল।

এ অপ্রত্যাশিত বিষয়টিকে রাজনৈতিক সুবিধার আলোকে ব্যবহারের বিষয় নিয়েও তিনি প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, মনুষ্যবিহীন এই আকাশযানটি শুধুমাত্র আবহাওয়া এবং গবেষণার কাজে ব্যবহৃত হতো।

তবে বেলুনের মালিকানা সম্পর্কে কোনও প্রশ্নের জবাব দিতে রাজি হন নি মাও নিং।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি পেন্টাগন প্রেস সেক্রেটারি, সাবরিনা সিং জানান, চীনা বেলুন থেকে উদ্ধারকৃত উপাদানগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

বেলুনটি চীনের কাছে গোয়েন্দা তথ্য প্রেরণে সক্ষম ছিল কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের তথ্য সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বেলুনটি তথ্য পাঠাতে সক্ষম ছিল কি না এ তথ্য জানা না গেলেও সাবরিনা বলেন যুক্তরাষ্ট্র সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দরুণ বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে।

উল্লেখ্য, চীনের সন্দেহভাজন বেলুনটি বেশ কয়েকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ঘুরাফেরা করছিল। তারপর সন্দেহের বশেই এটিকে গুলি করে নিচে নামানো হয়।

এমএইচডি/আইকেজে/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *