মাতৃভূমি

মানুষের জীবন এবং অর্থনীতি সচল রাখতে সরকার সচেতন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতুডটকম: মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতিকে সচল রাখতে সরকার যথেষ্ট সচেতন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের জীবন আগে, কাজেই জীবন বাঁচাতে হবে। পাশাপাশি দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডও সচল রাখতে হবে। এ বিষয়ে আমরা যথেষ্ট সচেতন আছি। জীবনটা আগে, জীবন যদি না বাঁচে তাহলে আমাদের অর্থনীতিই কী বা রাজনীতিই কী। কাজেই মানুষের জীবন আগে বাঁচাতে হবে।’

রোববার (৪ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত বহুতলবিশিষ্ট প্রধান কার্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দাভাব দেখা দিলেও বাংলাদেশ আমরা কিন্তু অর্থনীতির গতি সচল রাখতে সক্ষম হয়েছি। প্রবৃদ্ধি অর্জনেও অন্যান্য দেশ বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আমরা আগে আছি। কিন্তু আমাদের সেটা ধরে রাখতে হবে।’

করোনা মহামারি মোকাবিলায় সরকারের নির্দেশনাগুলোর কঠোর বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণের জন্য অনেকগুলো নির্দেশনা দিয়ে দিয়েছি। সেই নির্দেশনা যাতে মানুষ যথাযথভাবে পালন করে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য সুরক্ষা এবং নিয়মনীতিগুলো মেনে চলা। নিজেকে সুরক্ষিত করা, অন্যকে সুরক্ষিত করা। এটা অবশ্যই সকলকে করতে হবে। এই জিনিসটা যাতে সবাই যথাযথভাবে মানে সে বিষয়ে সারাদেশে যারা দায়িত্বে রয়েছেন, তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। এটাই আমরা চাই।’

করোনা মহামারি মোকাবিলায় এনএসআই সদস্যদের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনা মহামারি আজকে বিশ্বব্যাপী বিরাট সমস্যা, অর্থনীতি-মানুষের জীবনযাত্রা স্থবির। অবশ্য কিছুটা নিয়ন্ত্রণে রেখে মানুষের জীবন যখন সচল হলো তখন আবার নতুনভাবে দ্বিতীয় দফায় এই করোনা দেখা দিয়েছে। এই করোনা ব্যবস্থাপনায় আপনারা অতীতে অক্লান্ত পরিশ্রম করেছেন, বর্তমানে এখন যে অবস্থা সেখানেও আপনাদের দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে আবার করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সারাবিশ্বেই এই অবস্থা, এই সময় আপনাদের আরও দায়িত্ব পালন করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *