শিল্প ও বাণিজ্য

মানিগ্রামের সঙ্গে যুক্ত হল বিকাশের সেবা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি মানিগ্রামের সঙ্গে অংশীদারিত্বে যুক্ত হয়েছে দেশি মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

এতে গ্রাহকদের রেমিট্যান্স দ্রুত পৌঁছে দেওয়ার সেবা আরও বিস্তৃত হবে বলে আশা করছে বিকাশ।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিগ্রামের সঙ্গে বিকাশের অংশীদারিত্বের ফলে এখন থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশ থেকে ব্যাংকিং চ্যানেল হয়ে সহজেই তাৎক্ষণিকভাবে রেমিটেন্স গ্রহণ করতে পারবেন পাঁচ কোটি ৬০ লাখ বিকাশ গ্রাহক।

“মানিগ্রামের মাধ্যমে রেমিটেন্স পাঠানো সহজ ও সাশ্রয়ী। প্রবাসীরা অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রান্সফার করে এবং ব্যাংকিং চ্যানেল হয়ে বিকাশ অ্যাকাউন্টে রেমিটেন্স পাঠাতে পারবেন।“বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিগ্রাম থেকে টেকনোলজি এগ্রিগেটর কোম্পানি ‘থিউনস’ এর সহযোগিতায় ব্যাংকিং চ্যানেল হয়ে শেষ ধাপে বিকাশে টাকা আসার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় মুহূর্তেই। ফলে প্রবাসীর পাঠানো টাকা সঙ্গে সঙ্গে পেয়ে যান দেশে থাকা প্রিয়জন।”

মানিগ্রামের চেয়ারম্যান ও সিইও অ্যালেক্স হোমস বলেন, “গ্রাহকদের কাছে বিকাশের মতো রেমিটেন্স পৌঁছে দেওয়ার কাজ করে যে প্রতিষ্ঠানগুলো, তাদের সঙ্গে নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে আমরা উদ্যোগী। এরই অংশ হিসেবে বিকাশের ৫ কোটি ৬০ লাখ গ্রাহক যুক্ত হল এই নেটওয়ার্কে।”

থিউনস এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার ডি ক্যালুয়ে বলেন, “আমরা আনন্দিত যে মানিগ্রাম ও বিকাশের সঙ্গে এ অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের ডিজিটাল লেনদেনকে আরও নিরবচ্ছিন্ন করবে।”

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, “মানিগ্রামের মাধ্যমে বিদেশ থেকে দেশে রেমিটেন্স আনার সুবিধা চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ অংশীদারিত্বের ফলে আর্থিক অন্তর্ভুক্তি যেমন ত্বরান্বিত হবে, তেমনি দেশে রেমিটেন্সের প্রবাহ আরও বেগবান হবে।”

বর্তমানে দেশের ৯টি বাণিজ্যিক ব্যাংকে সেটেলমেন্টের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে বিশ্বের ৯০টির বেশি দেশ থেকে ৫০টির বেশি মানি ট্রান্সফার প্রতিষ্ঠান হয়ে রেমিটেন্স আসছে বিকাশ অ্যাকাউন্টে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন:

বিকাশ একাউন্টের নিরাপত্তার জন্য করণীয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *