নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: মাদারীপুরে শীতার্ত, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য বেসরকারি সংস্থা (এনজিও) আশার পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট গরম কাপড় (কম্বল) হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন-এর নিকট এই কম্বল হস্তান্তর করা হয়। শীতার্তদের মাঝে দেশব্যাপী আশার এই কম্বল বিতরণ অব্যাহত রয়েছে।
আশার মাদারীপুর অঞ্চলের পক্ষ থেকে ৩শ ৫০টি কম্বল জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আশার পক্ষ থেকে অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম, আশা মাদারীপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার গনেশ চন্দ্র দাস, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ এমদাদ হোসেন, এসিস্টেন্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম, মাদারীপুর সদর-১ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা, মাদারীপুর সদর-২ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান, মাদারীপুর সদর-১ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আমিরুল ইসলাম, মাদারীপুর সদর-২ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শফিউল আজাদসহ সরকারী বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ প্রমুখ।
আরো পড়ুন: