মাত্র ৬ টাকায় থাকা যাবে তাজ হোটেলে! কবেকার কথা বলছে এই ছবিটি?

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: মাত্র ছয় টাকায় এক রাত থাকা যাবে মুম্বাইয়ের তাজ হোটেলে। এমনটা হতে পারে? সত্যি কি! এখন নাহলেও আগে তো হতই। এমনই এক পুরনো বিজ্ঞাপনের ছবি পোস্ট করলেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। যে বিজ্ঞাপন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

গত শুক্রবার মুম্বইয়ের তাজ হোটেলের (মুম্বাইয়ের তাজ মহল প্যালেস) একটি পুরনো বিজ্ঞাপনের ছবি টুইটারে পোস্ট করে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান লেখেন, ‘মুদ্রাস্ফীতির মোকাবিলা করার এটাই উপায়। টাইম মেশিনে চেপে পিছনে চলে যান.. অনেকটা পিছনে। মুম্বাইয়ের তাজে প্রতি রাতে ছ’টাকা (থাকা যাবে)? সেই সব কী দিন ছিল!’ 

মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের ছবিতে লেখা আছে, ‘ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। তাজ মহল প্যালেস হোটেল। বম্বে (বর্তমানে মুম্বই), ১৯০৩ সালের ১ ডিসেম্বর খুলবে।’ সঙ্গে বলা হয়েছে, ‘যাবতীয় সুযোগ-সুবিধা মিলবে। একেবারে সামান্য খরচ (ছ’টাকা থেকে শুরু)।’ বিজ্ঞাপনে তাজ হোটেলের সাদা-কালো ছবি ব্যবহার করা হয়েছে। সামনে আরব সাগরে কয়েকটি নৌকা রাখা আছে।

ইতিমধ্যে মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের সেই পোস্টে ৮,১১৬টি ‘লাইক’ পড়েছে। অনেকে কমেন্টও করেছেন। কেউ কেউ হোটেলের পুরনো ছবিও পোস্ট করেছেন। একজন লিখেছেন, ‘হাহা! ব্যস্ত সূচি এবং কাজের মধ্যেও আপনি অত্যন্ত মজাদার কথা বলেন।’ অপর একজন লেখেন, ‘সম্ভবত বর্তমানের দামের বিষয়ে ভবিষ্যতের প্রজন্মও একই কথা ভাববে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *