মাতৃভাষা দিবসে বিটিভির যে আয়োজন
আন্তর্জাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবসে বিটিভির যে আয়োজন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহম্মেদ, আইনুন নাহার পুতুল, দিলরুবা হোসেন দোয়েল, হাফিজুর রহমান, সাজ্জাদুল ইসলাম, রেজওয়ান পারভেজ, তানিয়া চৌধুরী, তারিকুজ্জামান, মনিকা, খালিদ আহমেদ, সুমনা আক্তার প্রমুখ।
নাটকের গল্প প্রসঙ্গে প্রযোজক জানান, বর্তমান সময়ের গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই নাটকের গল্প। শ্রমিকদের ছাঁটাই, প্রতিবাদ, কর্মবিরতি, অভিযোগ ইত্যাদির মধ্যে দেখা যায় প্রতিটি আন্দোলনের মূল শক্তি ভাষা।
একমাত্র মুখের ভাষাই পারে দেশ থেকে অন্যায় দূর করে সবাইকে একত্র করে স্বাধীনতা এনে দিতে। ভাষার শক্তিতে দেশ জাগুক, মাতৃভাষা অমর হোক এই স্লোগানে শ্রমিকরা মালিকপক্ষের অন্যায়ের প্রতিবাদ করে ও জয়ী হয়।