আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের প্রায় ৫ বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, শনিবার আকাশ মেঘলা থাকবে, মাঝেমধ্যে কোথাও কোথাও নামতে পারে বৃষ্টি।
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপমাত্রার তথ্যে পুর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সীতাকুণ্ডে ৪২ মি.মি.।
শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ৫৯ মিনিটে। সূর্যোদয় হবে ভোর ০৫টা ৪৬ মিনিটে। আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থার কথা বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
/জেড এইচ