হরিয়ানার মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়া সত্ত্বেও সিবিআই তদন্ত শুরু হয়নি। সোনালির মৃত্যুরহস্যের সমাধান হয়নি এখনও। সোচ্চার হল তাঁর মেয়ে যশোধরা।তার জন্য ১১৬ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেত্রী।
বিজেপি নেত্রী তথা টেলিভিশন তারকা সোনালির মৃত্যুরহস্যের কিনারা হয়নি এখনও। এ বার সিবিআই তদন্ত চাইল সোনালি ফোগতের ১৬ বছরের মেয়ে যশোধরা। কী ভাবে মৃত্যু হয়েছে মায়ের? জানতে সঠিক বিচার চাইল সে।এক সাক্ষাৎকারে যশোধরা বলে, “যে ভাবে তদন্ত চলছে তাতে আমি নিশ্চিন্ত হতে পারছি না। সিবিআই তদন্তভার নিক। এখনও অবধি কোনও পদক্ষেপ করা গেল না। অভিযুক্তদের গোয়ায় রেখে দেওয়া হল, তাঁদের কী মতলব ছিল সেটুকু অবধি জানার চেষ্টা করা হল না। পুলিশ করছেটা কী? আমার মায়ের সঙ্গে যা হয়েছে তার বিচার চাই। এর শেষ না দেখে ছাড়ব না। হরিয়ানার মুখ্যমন্ত্রী আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনও অবধি সিবিআই কিছু করেনি।” শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের বাসভবনে তাঁর সঙ্গে দেখা করেন সোনালির পরিবারের সদস্যরা। তদন্ত যাতে ঠিক ভাবে হয়, তার জন্য সিবিআই হস্তক্ষেপের দাবি জানান। খট্টরের অনুরোধেই রবিবার গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত সোনালি-হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের কথা বলেন।কিন্তু কোথায় কী? প্রশ্ন তুলল সোনালির মেয়ে। পরিস্থিতি আগে যেখানে ছিল সেখানেই আছে বলেও মন্তব্য করেছে সে।যশোধরার দাবি, ‘‘মাকে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। কারণ রিসর্ট মাত্র দু’দিনের জন্য বুক করা হয়েছিল। আর মাকে বলা হয়েছিল এক সপ্তাহ শ্যুট হবে গোয়ায়। কিন্তু মা আর ফিরল না।’’ জানা গিয়েছে, যশোধরার জন্য ১১০ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন অভিনেত্রী।