উৎসব-পার্বণশিল্প ও বাণিজ্য

মাইডাস সেন্টারে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে বারুণী মেলা

নিজস্ব প্রতিবেদক, ধূমকেতু বাংলা: অনলাইনভিত্তিক দেশীয় পণ্যে বিভিন্ন পেইজের উদ্যোক্তাদের নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে অবস্থিত মাইডাস সেন্টারের চলছে দুই দিনব্যাপী বারুণী মেলা।

বারুণী শব্দের অর্থ হিমালয়ের কণ্যা। আর এ বারুণী নামেই মাইডাস সেন্টারে চলছে দুই দিনব্যাপী একটি দেশীয় পণ্যে মেলা। এ মেলায় অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাই নারী। এ মেলার আয়োজকদের মূল লক্ষ্য এসব সৃজনশীল নারী উদ্যোক্তাদের সফলতা নামের পর্বতের চূড়ায় পৌঁছে দেওয়া।

হিমালয়ে পর্বতমালা পাড়ি দিয়ে তার চূর্ণ শিখরে এ নারী উদ্যোক্তারা অহরণ করবেন তাই কামনা করেন বারুণী মেলার অন্যতম আয়োজক সুস্মিতা সুস্মি ও সঞ্জীব ঘোষ।

বারুণী মেলা নিয়ে সুস্মিতা সুস্মি বলেছেন, আমাদের দেশের অনলাইন ভিত্তিক পেইজগুলোর বেশিরভাগ উদ্যোক্তা দেখা যায় নারী। এসব পণ্য তারা অনলাইনে বিক্রি করে থাকেন, তাই পণ্যের ক্রেতারা তা ছুঁয়ে দেখার সুযোগ পান না। তাই আমাদের মেলায় আগত অতিথিরা যেন তাদের পণ্য ছুঁয়ে দেখতে পারেন। এবং এতে উদ্যোক্তারা আরও উৎসাহিত হতে পারেন, এটাই বারুণীর মূল চাওয়া।

তিনি আরও বলেছেন, এ মেলায় অংশ নেওয়া সকল উদ্যোক্তাই নারী। বারুণী শব্দটির অর্থ হিমালয়ের কন্যা। তাদের সৃজনশীল কাজের সফলতা যেন সবার কাছে পৌঁছাতে পারে সেজন্যই আমাদের এই আয়োজন।

এর আগে বারুণী শরৎ ও শারদীয় মেলার আয়োজন করেছিল। বরাবরের মতে এবারের মেলায় থাকছে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি দেশীয় শাড়ি, গহনা, ঘর ও নিজেকে সাজানো বিভিন্ন পণ্যের সমারোহ। মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের নারীরা অংশগ্রহণ করেছেন।

এবারের মেলায় ২৭টি দেশীয় পণ্যের স্টল এবং ৫টি খাবারের স্টল রয়েছে। মেলাটি চলবে ১০ ও ১১ ডিসেম্বর সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আরো পড়ুন:

চলনবিলে চলছে বাউৎ উৎসব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *