প্রচ্ছদ

মহারাষ্ট্রে শিথিল হলো লকডাউন

ডেস্ক রিপোর্ট, ধূমকেতু ডটকম: ভারতের মহারাষ্ট্রে করোনা সংক্রমণের হার কমে আসায় ‘ব্রেক দ্য চেইন’ অভিযানে নতুন নীতিমালা জারি করেছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের ১৪টি জেলা ছাড়া বাকি ২২ জেলায় শিথিল করা হয়েছে লকডাউন। এ ছাড়া রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ১১টি জেলায় ‘লেভেল-থ্রি’ নিষেধাজ্ঞা জারি থাকবে। মঙ্গলবার থেকে নতুন এসব নীতিমালা কার্যকর করা হয়।

নতুন নীতিমালায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো পূর্ণসংখ্যক কর্মচারী নিয়ে চালু রাখতে পারবে। তবে কর্মক্ষেত্রে ভিড় এড়িয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর হোম অফিসের সুবিধা থাকলে সেটা বহাল রাখতে বলা হয়েছে।

অপরদিকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। হোটেল-রেস্তোরাঁ বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে পার্ক বা খেলার মাঠে হাঁটাহাঁটি, ব্যায়াম, সাইকেল চালানো যাবে। যানবাহন পুরোপুরি চলাচল করতে পারবে। জিম, ইয়োগা সেন্টার, সেলুন, স্পা, বিউটিপার্লার ৫০ শতাংশ সক্ষমতা নিয়ে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। তবে সবক্ষেত্রে কোভিড-১৯ সংক্রান্ত সাবধানতা মেনে চলতে হবে।

সরকারি নীতিমালা অনুযায়ী সব সিনেমা হল, মাল্টিপ্লেক্স এখন বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলচ্চিত্রের শুটিং শুরু করার সুবিধা রাখা হয়েছে নীতিমালায়। রাজ্যের সব মন্দির বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। এ ছাড়া সব ধরনের সামাজিক অনুষ্ঠান বা লোকসমাগমের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকবে। কেউ নিয়ম লঙ্ঘন করলে ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০০৫’ অনুসারে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নীতিমালায় বলা হয়েছে।

এ দিকে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৪৬৪ দিন পর সবচেয়ে কম রোগী পাওয়া গেছে (২৫৯)। গত সোমবার রাজ্যে ৪ হাজার ৮৬৯ জনের শরীরে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার মুম্বাইয়ে ৯ জন আর রাজ্যে ৯০ জনের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মুম্বাইয়ে গত দুই সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার ১ দশমিক ৭৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *