প্রচ্ছদআন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে করোনা নিয়ন্ত্রণে প্রথম অবস্থানে কুয়েত

করোনা নিয়ন্ত্রণে মধ্যপ্রাচ্যের দেশেগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে কুয়েত। গত কয়েক সপ্তাহ ধরে দেশেটি নতুন আক্রান্তের সংখ্যা ছিল শতাধিকের নিচে, আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা ছিল বেশি, মৃত্যুর সংখ্যা ছিল ১ থেকে ২ জন।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ কুয়েতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যাপক সাফল্য অর্জন করেছে দেশটির স্বাস্থ্য খাত।
শুরু থেকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসাসেবা ও প্রতিরোধক ব্যবস্থা গ্রহণের ফলে সাফল্যের দ্বারপ্রান্তে ছোট্ট দেশটি। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে অফিস আদালত, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান, সুপার শপসহ বিপণিবিতানগুলোতে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীর উপস্থিতি লোক সমাগম চোখে পড়ার মতো।
এদিকে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু হওয়াতে প্রবাসীদের যাওয়া আসায় বেড়েছে বেচাবিক্রি ও কর্মচাঞ্চল্য। বিগত দিনের ক্ষতি কাটিয়ে লাভের মুখ দেখছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। খুব শিগগিরই পূর্বের মতো সব কিছু স্বাভাবিক হয়ে ফিরে আসবে- এমনটাই প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *