ধূমকেতু ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে প্রতিষ্ঠানটির দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে।
মডার্না আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বিবিসি।
এর আগে যুক্তরাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান ফাইজারও তাদের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে জানায়।
দুটি প্রতিষ্ঠানই তাদের ভ্যাকসিনের ট্রায়ালে অভিনব ও পরীক্ষামূলক পদ্ধতির ব্যবহার করেছে।
মডার্না জানিয়েছে, সোমবার তাদের কাছে একটি দারুণ দিন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তাদের ভ্যাকসিনটি ৯৪ দশমিক পাঁচ শতাংশ কার্যকর।
ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টি এখনও প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে।
মডার্না যুক্তরাষ্ট্রের ৩০ হাজার মানুষের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছে। চার সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনটির দুই ডোজ প্রয়োগ করা হয়েছে স্বেচ্ছাসেবকদের ওপর।
করোনা উপসর্গ থাকা প্রথম ৯৫ জনের ওপর ভ্যাকসিনের কার্যকারিতার ফল বিশ্লেষণ করে আজ এ তথ্য জানানো হয়েছে।
গুরুতরভাবে আক্রান্ত ১১ জনের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ করা হলেও, ইমিউনাইজড কারও ওপর এখনও এটি প্রয়োগ করা হয়নি।
মডার্নার চিফ মেডিকেল অফিসার টাল জাকস ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে বলেন, ‘এর সামগ্রিক কার্যকারিতা অসাধারণ। এটা দারুণ একটা দিন।